
discography
A collection of Opartheeb's music and words
বাঙাল (Bangal)
নীল দিগন্ত ছাড়িয়ে দূরে
সীমানা পেরিয়ে অচিনপুরে
মহাসমুদ্র হিমালয় ওপার
সেখানে পাবে স্বদেশ আমার।।
বিশাল এই পৃথিবীর বুকে
হোকনা ক্ষুদ্র পরিধির
জননী আমার জন্মভূমি
তুমি স্বর্গাদপী গরিয়সী।
লক্ষ প্রাণের হারিয়ে যাওয়া
রক্ত আর্তনাদ আর কান্না
লক্ষ মায়ের সম্ভ্রমহানি
বিনিময়ে পাওয়া স্বদেশ ভূমি।
সীমানার এপারে দাঁড়িয়ে থেকে
দিগন্তের ওপারের কান্না শুনে
সবার মতোই ভাবি কেন এতো
ঝরছে রক্ত আজো অবিরত।
সিন্ধু কুমারী তিলোত্তমা নলিনী
তোমার সুখে আজো হাসি
তোমার দুঃখের সাথী।
শুধু মরমে মরে যাই
যখন শুনতে পাই
পুরোনো হায়নার হাসি।
তোমার ছেলে মাগো রেখেছো বাঙাল করে
ওগো মায়াবিনী বঙ্গজননী
বাঙাল হয়ে ছিলাম, বাঙাল আজও আছি
বাঙাল হয়ে রব শত জনমে।
যদিও দূরে আছি দুঃখ কোরনা মা
তুমি আছো মোর শয়নে স্বপনে
বাঙাল হয়ে ছিলাম, বাঙাল আজও আছি
বাঙাল হয়ে রবো শত জনমে|

যোদ্ধা (Joddha)
সন্ধ্যার আলো নিভে আসে
অপেক্ষায় প্রহর কাটে
রাত যখন নিকষ কালো
হারাবে সে মনের আলো।
যোদ্ধা তার পরিচয়
ক্রোধের আগুন বুকে জ্বলে রয়
ধ্বংসের প্রতীক্ষায় আর
রক্তের পিপাসায়!
শুনবেনা কোনো মানা
পিছুটান দুর্বলতা
ঝাঁপ দেয় অন্ধকারে
উন্মাতাল রক্তস্নানে।
তবু কেন বারে বারে
প্রিয় মুখ মনে পরে?
ঝড় ওঠে অস্ত্রের জোরে
বাতাস পোড়ে চিৎকারে!
পাবে না পাবে না বীর
এপথে সুখ
পেছনে ফেরো,
হবে না হবে না
এভাবে মুক্ত
আলোতে এসো।
শোনো বীর পাশে তোমার কাঁদে ওই শিশু কার? ছুড়ে ফেলো অস্ত্র তোমার তুলে নাও মানব সন্তান।

রঙ (Rong)
কিসেরও ছবি আনমনে
আকছি সদা গোপনে
কল্পনারই জলরঙে
ভাবনা ঘুড়ি মেঘে ওরে
নিজেরও রঙে পুড়ছে ভুবন
পুড়ছে সময় পোড়ে সবাই
থামছে না কেউ আকছে সদাই
সময় নেই ফিরে দেখার
রঙে রঙে একে যায় রঙে রঙে ভেসে যায়।।
জোছনা আঁকে নীরবতা
আকাশ আঁকে মেঘবলয়
শব্দময় এক শূন্যতা
ঘিরে আছে মোর চেতনায়
তাঁকে আকছি সুরের মায়ায়।
রাত্রি আঁকে অরুণোদয় ঝড়ের বাতাস আঁকে প্রলয় মহাকালের বুকে সময় আকছে যেন তোমায় আঁকছে সাথে জেনো আমায় ।
রঙে রঙে একে যায় রঙে রঙে ভেসে যায়।।

পথিক (Pothik)
Ff. Sazzad Arefeen
পথিক ছোটে পথের নেশায়
দীর্ঘ একটা পথ চলার আশায়
ছুটে যায় যায়, যায় ছুটে যায়
দূর দূর দূর সীমানায়
নীলিমা ডাকে কাছে আয়
সুর সুর সুর তুলে যায়
জীবন পথের গান গেয়ে যায়
এক দিন সে পথিক থমকে দাঁড়ায়
দেখে আধার পথে আধার
সে পথে সে হারায়
হতাশায়, বেদনায় হাহাকার!
ক্লান্ত পথিক চলেছ কোথায়?
কোন অজানায় দূর সীমানায়
জানে কি সে যায় কি মায়ায়?
ক্লান্ত পথিক চলেছ কোথায়?
কোন অজানায় দূর সীমানায়
জানে কি সে যায় কি মায়ায়?
মিটি মিটি জোনাকির আলোয়
কেটে যায় পথেরই কালো।।
ক্লান্ত পথিক চলেছ কোথায়?
কোন অজানায় দূর সীমানায়
জানে কি সে যায় কি মায়ায়?

তুমি নেই (Tumi Nei)
দিন গুলো যেন ভেসে চলে যায়
বয়েস আমার বেড়ে যায়
যায় বেড়ে যায় স্মৃতির পাতা
জীবন সাগর পারে
কত ঢেউ এসে ভেঙে পড়ে
কতজন এসে দাঁড়ায় পাশে।
তুমি নেই।।।
দখিনা হাওয়া ভেসে আসে
তোমার গন্ধ নিয়ে।।
ভাবি বুঝি তুমি এলে
স্বপ্ন নিয়ে পাশে।
আঁখি মেলে চেয়ে দেখি।।
স্বপ্ন গুলো মিছে ।।
তুমি নেই।।।
যতই ভাঙুক স্বপ্ন আমার
স্বপ্ন দেখে যাই
স্বপ্নে ভাসা গন্ধ গুলো
ভুলতে নাহি চাই।
স্বপ্ন আমার জীবন মশাল
স্বপ্ন দেখে যাই ।।
তুমি নেই।।।

সাগরের প্রণয় (Shagorer Pronoy)
সাগরের নোনাজল বলে কাছে আয়
চাঁদের জোছনা ডাকে আয়
ঝাউবন কি যে কথা বলে চুপিচুপি
মাতাল হাওয়ার হাতছানি ।
ফেনীল ঢেউয়ের চূড়াতে
অপার্থিব আলোরা নাচে
যেন অভিসারী মুকুটে সাজে
বালুতট যেন তার প্রিয়া
লুটিয়ে পড়ে শেষ চুম্বনে ।।
তবুও ঢেউয়েরা ছুটে আসে
কি নেশায় কি টানে বালুতটে
ঝাউবন চুপিসাড়ে হাওয়ার দোলায়
বলে যায় কি প্রণয়
জমে আছে রূপালী সাগরে ।
মায়ায় ভরা আজ এই রাতে
এই মন বলে চলে যাই রূপালী সাগরে ।।

রূপকথা (Rupkotha)
রূপকথারই গল্পে শুনি
একদেশে ছিল এক রাজকুমারী
এগল্পেরই কেউ নই যে আমি
সাতসমুদ্র দেবো পাড়ি!
হয়তো বলছি আমি পুরনো সে উপকথা
শৈশবে সবার শোনা।
শিশুটা বড় হয়, স্বপ্ন ভেঙে যায়
পরশপাথর মেলে না!
ভীষণ বাস্তবতা চেপে ধরে চারপাশ
ক্লান্তিময় কোনো দিন।
স্বর্গ-নিঃস্বর্গ বিন্দু-বিস্বর্গ
সবই যেন অর্থহীন!
অলীকেই বসবাস তবু খুঁজে চারপাশ
বারেবারে হই উদাসীন।
পঙ্খীরাজে চড়ে উড়ে যাবার সেই স্বপ্ন
হয়নি বিলীন
ঘুম ঘুমঘোরে
বহুদূর বহুদিন পরে।
গল্প শোনার
নেই কেউ নেই আর
তবু তুমি ভালো থেকো রাজকুমারী
কারো চোখে ঘুম হয়ে এসো বাড়ি।
ঘুমঘোরে থাকা আমার
ভালোবেসে ফেলা আমার
অকারণে গাঁথা আমার কথার মালা।

আবছা নীল কণা (Abchha Neel Kona)
গ্রহ তারক চন্দ্র তপন
ছায়াপথ আলো আঁধার
ধাইছে সকলে অসীম গগনে
ধাইছে নীল কণা
জগতযজ্ঞে মহাবিস্ময়ে
চারিদিক খুঁজে দেখি
দূরে বহুদূরে যত দূরে দেখি
একটাই বাসভূমি।
যত ক্রোধ যত ঘৃণা যত সুর তত প্রাণ আদি হতে আজো বেঁচে থাকা যত মানবের ইতিহাস
এই আবছা নীল কণায় ।সব আবছা নীল কণায়।।
যত বিজয়গাঁথা
সভ্যতা লালে ভাসা
যত জনপদ
তত হারানোর ব্যাথা।
যত পরাজিত
দাসত্বে বশীভূত
যত প্রতিরোধ
যত ত্যাগ অবিরত।
যত শিশু
আর যত বাবা মা
প্রথম চুম্বন
যত ভালবাসা ।
যত বীরের গল্প
সভ্যতার দম্ভ
সব সৃষ্টি - ধ্বংস
ধর্ম - অধর্ম |
তোমার আমার শুরু এখানেই
শেষ ও আবছা নীল কণায়
নব মানবেরা নব সভ্যতা
গড়বে আবছা নীল কণায়
ওদের জন্য রেখেছি কতটা
ভাবছি আবছা নীল কণায় !
যেখানে পালাও যতদূরে যাও
সেই তো আবছা নীল কণায়
আমি চলে গেলে চিহ্ন আমার রইবে আবছা নীল কণায় !!
তোমার আমার শুরু এখানেই
শেষ ও আবছা নীল কণায় ।








